কে. এম. সাখাওয়াত হোসেন : বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল কাজি শরিফ কায়কোবাদ এনডিসি পিএসজি জি-এর মানবিক উৎসাহ-উদ্দীপনায় ৬ আনসার ব্যাটালিয়নের পরিচালক জনাব মো. জিয়াউল হাসান এর উদ্যোগে মহামারী করোনা ভাইরাসের এই দুর্যোগকালীন সময়ে পবিত্র ঈদ-উল-ফিতরের দিনেও অসহায় ও দুঃস্থদের মাঝে খাবার বিতরন করেছে।
সোমবার (২৫ মে) নেত্রকোনার পূর্বধলা উপজেলার জারিয়া এলাকায় ৬ আনসার ব্যাটালিয়নের মূল ফটকে একশত অসহায়, ছিন্নমূল, প্রতিবন্ধি ও দুঃস্থদের মাঝে উন্নতমানের খাবার (পোলাও, মুরগির মাংস, ডিম ও মাম পানি) বিতরন করা হয়। এছাড়াও দুই শতাধিক ছোট ছোট বাচ্চাদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়সহ চকলেট ও ঈদ সালামি প্রদান করা হয়।
চলমান করোনা ভাইরাসের প্রাদুর্ভাব চলাকালীন সময়ে এতিম, অসহায়, ছিন্নমূল, প্রতিবন্ধি ও দুঃস্থ ব্যক্তিবর্গ উন্নতমানের খাবার পেয়ে ৬ আনসার ব্যাটালিয়ন এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বাহিনীর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
এ ব্যাপারে ৬ আনসার ব্যাটালিয়নের পরিচালক জনাব মো. জিয়াউল হাসান বলেন, দেশের ক্রান্তিকালীন সময়ে আজ এই ঈদুল ফিতরের দিনে অত্র ব্যাটালিয়নের কর্মকর্তা-কর্মচারী ও সদস্যগণ উন্নতমানের খাবার খাবে অথচ পার্শ্ববর্তী অসহায়, ছিন্নমূল, প্রতিবন্ধী ও দুঃস্থ মানুষ ঈদের দিনেও পোলাও মাংস খাবে না সে কথা ভেবেই আজ পবিত্র ঈদুল ফিতরের দিনে স্থানীয় শতাধিক এতিম, অসহায়, ছিন্নমূল, প্রতিবন্ধী ও দুঃস্থ মানুষের মাঝে উন্নতমানের খাবার বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয় যা ভবিষ্যতেও এ ধরনের কাজের প্রয়াস অব্যাহত থাকবে।
অসহায় ও দুঃস্থদের মাঝে উন্নতমানের খাবার বিতরন অনুষ্ঠানে উপস্থিত থেকে খাবার বিতরণ করেন ৬ আনসার ব্যাটালিয়নের পরিচালক পত্নী মিসেস জিয়াউল হাসান সহ বিভিন্ন পদবীর ব্যাটালিয়নের সদস্যগণ।