স্টাফ রিপোর্টার: বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস সৃষ্ট মহামারী কৌভিড-১৯ এর ভয়াল থাবায় ময়মনসিংহও আক্রান্ত।
তারই ধারাবাহিকতায় আজ ২২-০৫-২০২০ শুক্রবার ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া উপজেলার ৬৫ বছর বয়সী আব্দুল মালেক করোনা পজিটিভ হয়ে চিকিৎসাধীন অবস্থায় করোনা রোগীদের জন্য ময়মনসিংহ নগরীর বিশেষায়িত সূর্য্য কান্ত (এসকে) হাসপাতালে মৃত্যুবরণ করেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী সরকারের স্বাস্থ্য বিভাগের নির্দেশনা অনুযায়ী ময়মনসিংহ সিটি কর্পোরেশনের জননন্দিত মেয়র মো: ইকরামুল হক টিটুর তত্বাবধানে মসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে ও ব্যবস্থাপনায় অদ্য রাতে সিটি করপোরেশনের নিয়ন্ত্রনাধীন ভাটিকাশর গোরস্থানে সদ্যপ্রয়াত আব্দুল মালেকের দাফন সম্পন্ন হয়। এসময় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী মোঃ জহুরুল হক সহ উল্লেখযোগ্য কর্মকর্তাদের মধ্যে জালাল আহমেদ চৌধুরী,মোঃ রবিউল ইসলাম উপস্থিত ছিলেন। মাওলানা এমদাদুল হক এর সার্বিক ব্যবস্থাপনায় ইসলাম ধর্মীয় বিধি মোতাবেক সফলভাবে দাফন সম্পন্ন হয়।
উল্লেখ্য মসিকের ব্যবস্থাপনায় ইতিপূর্বে আরো ৩ টি করোনায় মৃত্যুবরণকারী লাশ দাফন করা হয়।