শিমুল শাখাওয়াতঃ
বেশ কয়েকদিন ধরে ভাবছি “গ্রাম বাংলার করোনা এবং ঈদ” নিয়ে কিছু লিখবো কিছু বাস্তবমুখী কথা আর ঘুরছি গ্রাম বাংলার পথে প্রান্তরে বাজারে বাজারে। ঘুরে ঘুরে বুঝলাম গ্রাম বাংলায় করোনা নাই! গ্রামের মানুষ করোনাকে বিশ্বাস করতে চায় না। গুটিকয়েক জন বিশ্বাস করলেও তারা বলছে এইসব করোনা ফরোনা গ্রামে আসবে না এইগুলো শহরের মানুষের হবে..আবার যারা মুসলমান তারা বলছেন এইগুলো করোনা বিধর্মীদের হবে! তাদের কথায় মনে হলো ঈশ্বর গ্রামেই আছেন শহরে নাই.. অথচ তিনি সব জায়গায় বিদ্যমান।
অথচ আল্লাহ্ বলেছেন “তোমরা সকল মহামারী তে সাবধানতা অবলম্বন করো” এই কথাটা তারা মনে রাখতে চায় না!
কাল দিন পরেই ঈদ যদিও করোনায় ঈদের কেনাকাটা করার জন্য সরকারি ভাবে নিষেধাজ্ঞা এসেছে, বাজার কতৃপক্ষ দোকান বন্ধের নির্দেশনা দিয়েছেন তবুও
তারা বাজারে ঘুরছে, পুলিশের সাথে লুকোচুরি খেলছে কিছু দোকানদার নিষেধাজ্ঞা অমান্য করেই দোকান খোলা রাখছে দিনরাত! আহা তারা কতই না উপভোগ করছে করোনার বিষয়টা।
সব কিছুর পরে বুঝলাম তাদের দোষ দিয়ে লাভ নেই তারা বাঙালি, তারা গ্রাম বাংলার মানুষ, আড্ডা ছাড়া তাদের দম বন্ধ হয়ে আসে তারপরও ঈদ । ঈদে তো তারা নতুন জামা পড়ে ঈদের নামাজ আদায় করতে যাবে।
তারা কখনও এইরকম পরিস্থিতির সম্মুখীন হয়নি, তাই তারা মানিয়ে নিতে পারছে না, মানিয়ে নিতে পারবেও নাহ।
পরিশেষে এটাই বুঝলাম “গ্রাম বাংলায় ঈদে” এই করোনায় একমাত্র সৃষ্টিকর্তার করুনা ছাড়া তাদের বাঁচার কোনও গতি নাই।
লেখক
শেখ মোঃ শাখাওয়াত হোসেন শিমুল
সম্পাদক ও প্রকাশক
দৈনিক পূর্বময় ডটকম