কে. এম. সাখাওয়াত হোসেন : নেত্রকোনার কলমাকান্দায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বজ্রপাতে নিহত পরিবারের মাঝে ২৫ হাজার টাকার চেক বিতরন করা হয়েছে।
শনিবার (২৩ মে) বেলা সাড়ে ১১ টায় উপজেলা নির্বাহী কার্যালয়ে বজ্রপাতে নিহত রবিউলের বাবা আদম আলীর নিকট এ চেক হস্তান্তর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহেল রানা।
এই চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমরানুজ্জামান, স্থানীয় ইউপি সদস্য মো. আব্দুল ওয়াহাব ও পিআইও অফিস সহকারী মো. আলাল উদ্দিন প্রমুুখ।
গত ১৪ মে উপজেলায় কৈলাটি ইউনিয়নের ডুবনি বিল থেকে ধান কেটে বাড়ি ফেরার পথে বজ্রপাতে রবিউল (১৭) নামের এক কিশোরের মৃত্যু। নিহত রবিউল পাইপুকুরিয়া গ্রামের আদম আলীর ছেলে। পেশায় কৃষি শ্রমিক।