কে. এম. সাখাওয়াত হোনেস : নেত্রকোনার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নে দুই শতাধিক অসহায় দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরন করলেন এস. এম আমির হামজা জনি।
সে উপজেলার রংছাতি ইউনিয়নের চৈতা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম আলহাজ্ব ডা. মো. আক্কাছ আলীর কনিষ্ঠ ছেলে ও কলমাকান্দা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস. এম আলমগীর গোলাপ এর ছোট ভাই এবং রংছাতি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক।
শনিবার (২৩ মে) বিকালে উপজেলার রংছাতি ইউনিয়নের চৈতা গ্রামের নিজ বাড়ীতে সামাজিক দুরত্ব বজায় রেখে এস. এম আমির হামজা জনি নিজস্ব অর্থায়নে এ ঈদ সামগ্রী বিতরন করেন ।
এ সময় অসহায় দুঃস্থ পরিবারগুলোর মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে তেল, চিনি, দুধ, সেমাই ও সাবান বিতরন করা হয়।
ঈদ সামগ্রী বিতরণকালে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস,এম আলমগীর গোলাপ উপস্থিত ছিলেন।