স্টাফ রিপোর্টারঃ
করোনাকালের সংকটময় সময়ে ময়মনসিংহ সাহিত্য সংসদের ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকী [২১ মে] উপলক্ষে এবং মুজিব শততমবর্ষে আজ ২২ মে ০২০ শুক্রবার জমাতুল বিদার শেষ দিনে ১০০ জন অসহায় বিপন্ন ক্ষুধার্ত মানুষের মাঝে ইফতার এবং রাতের খাবার তুলে দেয়া হয়।
সাহিত্য সংসদ আঙিনায় এ সময় উপস্থিত থেকে ইফতার ও খাবার বিতরণ করেন ময়মনসিংহ সাহিত্য সংসদের সভাপতি কবি আনোয়ারা সুলতানা, জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক কবি মস্তাফিজুর বাসার ভাষানী ,ময়মনসিংহ সাহিত্য সংসদের সাবেক সাধারণ সম্পাদক কবি আলী ইউসুফ ও কবি আহমদ শাহাবুদ্দিন।
ময়মনসিংহ সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক কবি স্বাধীন চৌধুরী’র সূচনা বক্তব্যের মাধ্যমে বিতরণ কাজ শুরু হয়।
নিয়াপদ দূরত্ব মেনে ধাপে ধাপে আগন্তুকদের হাতে তুলে দেয়া হয় নিজেদের ঘরে রান্না করা এই খাবার।