কে. এম. সাখাওয়াত হোসেন : নেত্রকোনা মোহনগঞ্জ উপজেলার বড়কাশিয়া গ্রামের গৃহকর্মী মারুফা হত্যার সুষ্ঠু বিচারের দাবীতে মানববন্ধন করা হয়েছে। শুক্রবার (২২ মে) জুমা নামাজের পর ওই গ্রামবাসীদের উদ্যেগে পাকা রাস্তায় এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
শাকিল হাসান, আল-রাফি সহ প্রায় শতাধিক স্থানীয় জনসাধারণ, ছাত্র জনতা এক বাক্যে শুধু মারুফার ন্যায় বিচারের দাবি জানানো হয় এ মানববন্ধনে।
এ সময়বক্তারা বলেন, মারুফার শরীরে ক্ষত-বিক্ষত চিহ্ন গুলোর অস্বাভাবিকতার রহস্য উন্মোচন করবে এবং এ হত্যকান্ডে অপরাধীর সঠিক বিচার দাবি করেন। বিচার কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত এই আন্দোলন গ্রাম থেকে মহল্লায় মহল্লাহ ছাড়িয়ে যাবে বলে বক্তারা মত প্রকাশ করেন।