কে. এম. সাখাওয়াত হোসেন : দূর্যোগের মাঝেও না খেয়ে থাকবে না কেউ, প্রধানমন্ত্রীর এই প্রতিশ্রুতি বাস্তবায়নে দেশব্যাপী নানা সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করছে সমাজ কল্যাল মন্ত্রনালয়। নিজ জেলা নেত্রকোনায় ঈদ সামগ্রী বিতরন শেষে জানিয়েছেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি। বর্তমান করোনা পরিস্থিতে কর্মহীন ও নানা রোগে আক্রান্তদের মাঝে সরকারি অর্থ বিতরনের পাশাপাশি ব্যাক্তিগত সহায়তাও অব্যাহত রেখেছেন তিনি। ভাইরাস মোকাবেলায় লকডাউন পরিস্থিতে নেত্রকোনার বিভিন্ন এলাকায় কর্মহীন হয়ে পরা মানুষের মাঝে খাদ্য সামগ্রীসহ নগদ অর্থ বিতরন করেছেন প্রতিমন্ত্রী।
করোনা ভাইরাসের প্রভাবে গত দু-মাস ধরেই বৈশ্বিক মহামারিতে চলছে লকডাউন। এতে কর্মহীন হয়ে নেত্রকোনার হাজারো মধ্য ও নিম্ন আয়ের মানুষেরা পড়েছেন বিপাকে। দেখা দিয়েছে খাদ্য সঙ্কট। কর্মহীন হত দরিদ্রদের মাঝে খাদ্য সহায়তা পৌছে দিতে দলীয় কর্মীদের নিয়ে কাজ করছেন নেত্রকোনা-২ আসনের সংসদ সদস্য সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু।
এমন সঙ্কটময় পরিস্থিতে আসন্ন ঈদুল ফিতরের আনন্দকে ছড়িয়ে দিতে গত বুধবার থেকে শুক্রবার পর্যন্ত নেত্রকোনা সদর ও বারহাট্টা উপজেলার ১৯টি ইউনিয়নের ৫ হাজার হতদরিদ্র কর্মহীন মানুষের মাঝে ব্যাক্তিগত অর্থে শারী, লুঙ্গি, চাল, তৈল, ডাল চিনি, সেমাই বিতরন করেছেন তিনি।
এ ছাড়াও জেলার বিভিন্ন উপজেলায়ও উপহার সামগ্রী বিতরন করছেন প্রতিমন্ত্রী। এমন সঙ্কটময় অবস্থায় ঈদ উপহার পেয়ে খুশি কর্মহীন মানুষেরা। এ ছাড়াও দীর্ঘদিন ধরে জটিল রোগে আক্রান্ত মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনীর ১৯৬ জন মানুষের মাঝে নিজস্ব মন্ত্রনালয় থেকে বরাদ্ধকৃত ৯৮ লাখ টাকাও এরই মাঝে বিতরন করেছেন প্রতিমন্ত্রী। অন্যদিকে জেলা মহিলালীগের পক্ষ থেকেও দলমত নির্বিশেষে ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌছে দেয়া হচ্ছে বলে জানান জেলা মহিলালীগ সভানেত্রী কামরুন্নেছা আশরাফ দিনা।
দূর্যোগের মাঝে না খেয়ে থাকবে না কেউ। প্রধানমন্ত্রীর এই প্রতিশ্রুতি বাস্তবায়নে দেশব্যাপী নগদ অর্থ ও খাদ্য সহায়তা কার্যক্রম চলামান রয়েছে। প্রতিদিনই বিভিন্ন খাতে হাজার হাজার কোটি টাকা বরাদ্ধ দিচ্ছেন প্রধানমন্ত্রী। প্রনোদনা থেকে বাদ যাচ্ছে শিশুরাও। তাই করোনা পরিস্থিতে না খেয়ে থাকবে না কেউ।
প্রধানমন্ত্রীর এই প্রতিশ্রুতি বাস্তবায়নে নিজস্ব অর্থায়নেও সহায়তা অব্যাহত রেখেছেন বলে জানান, সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু এমপি। করোনা ভাইরাস মোকাবেলায় সরকারের বিভিন্ন সহায়তার পাশাপাশি দরিদ্র মানুষে পাশে দাড়াতে দলীয় বিত্তবানদেরও এগিয়ে আসার আহবান জানান তিনি।