কে. এম .সাখাওয়াত হোসেন : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩১ নেত্রকোনা ব্যাটালিয়নের উদ্যোগে শুক্রবার সীমান্তবর্তী ৫ শত কর্মহীন অসহায় দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরন করা হয়েছে।
বিজিবি ৩১ নেত্রকোনা ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর নুরুদ্দীন মাকসুদ প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বিদ্যানন্দ ফাউন্ডেশন থেকে প্রাপ্ত ত্রাণ সামগ্রী বিজিবি ৩১ ব্যাটালিয়নের উদ্যোগে শুক্রবার (২২ মে) সকাল ১০টার দিকে নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার সীমান্তবর্তী লেঙ্গুড়া উচ্চ বিদ্যালয় মাঠে ৫ শত কর্মহীন অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরন করা হয়েছে।
বিজিবি ৩১ নেত্রকোনা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল সাব্বির আহমেদ ঈদ উপহার সামগ্রী বিতরন কার্যক্রম পরিচালনা করেন। এ সময় এইসি এবং স্থানীয় চেয়ারম্যানসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এর আগে গত ১৯ মে বিজিবি ৩১ নেত্রকোনা ব্যাটালিয়ন দূর্গাপুর ও ধোবাউড়া সীমান্ত এলাকায় আরো ৫ শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরন করেন।