কে. এম. সাখাওয়াত হোসেন : নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় করোনা পরিস্থিতিতে গৃহবন্দি মানুষের মাঝে খাদ্য সহায়তা হিসেবে চাল বিতরন করা হয়েছে। শুক্রবার (২২ মে) দুপুরে গাঁওকান্দিয়া ইউনিয়নে এ সহায়তার চাল বিতরন করা হয়।
করোনা ইস্যুতে প্রায় দুই মাস পুরো ইউনিয়ন লকডাউন থাকায় ইউনিয়নের বিভিন্ন গ্রামের নিম্ন আয়ের মানুষ গৃহবন্দি হয়ে পড়েছে। এরই প্রেক্ষিতে সরকারি জিআর সহায়তায় নিরাপদ দুরত্ব বজায় রেখে জন প্রতি ১০ কেজি করে দুই হাজার ৪০০ জনের মধ্যে সরকারি চাল বিতরনের উদ্দ্যেগ গ্রহণ করা হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মোতালেব, ট্যাগ অফিসার মো. ফয়েজ উদ্দিন ফকির, প্রেসক্লাব সাংবাদিকবৃন্দ, ইউপি সচিব মো. বাবুল মিয়া, ইউপি সদস্য-সদস্যা সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।