কে. এম. সাখাওয়াত হোসেন : নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় পবিত্র মাহে রমজানে ২০০ জনের মাঝে ব্যক্তিগত উদ্যোগে ইফতার দিলেন ছাত্রলীগ কর্মী মো. জাহাঙ্গীর আলম । সে উপজেলার সদর ইউনিয়নের কালিহালা গ্রামের মো. চাঁন মিয়ার ছেলে।
শুক্রবার (২২ মে) উপজেলার সদর ইউনিয়নের রাজাপুর আবাসন প্রকল্পের বাসিন্দাসহ পথচারী ২০০ জনের মাঝে ব্যক্তিগত উদ্যোগে ও তার মা রান্না করে দেওয়া ইফতার বিতরন করা হয় ।
এর আগেও সে তার সাধ্য অনুযায়ী ২০টি অসহায় দুঃস্থ পরিবারের মধ্যে ৫ কেজি চাল, ১ কেজি তেল, ১ কেজি আটা, হাফ কেজি ডাল ও একটি সাবান বিতরন করেন। এছাড়াও একই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কালিহালা গ্রামের আব্দুস সালামের চার কাঠা জমি কেটে দেন। মুক্তিচরে মো. শহীদ মিয়াকে পাঞ্জাবি, পায়জামা ও জুতা উপহারও দিয়েছেন।
এ সময় ছাত্রলীগ কর্মী মো. জাহাঙ্গীর আলম বলেন আমার পড়াশোনার খরচের ফাঁকে সঞ্চয়কৃত সামান্য অর্থ দিয়ে অসহায়ের পাশে থাকার চেষ্টা করেছি। সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানান। তিনি সকলের কাছে দোয়া চেয়ে বিত্তবানদের অসহায়ের পাশে দাঁড়ানোর আহবানও জানান।