নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বুধবার রাতে ঘূর্ণিঝড় আম্ফানের আঘাতে ২ শতাধিক কাঁচা ঘর বাড়ি বিধ্বস্ত হয়েছে। এছাড়া জোয়ারের পানিতে ২০টি গ্রাম প্লাবিত হওয়ায় এ সকল এলাকার মাছের প্রজেক্ট ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম জানান।
বিধ্বস্ত বেড়ী বাঁধ দিয়ে রাতের বেলায় জোয়ারের পানি প্রবেশ করে সকলে সকাল বেলা পানি নামতে শুরু করলেও আমাবশ্যার কারণে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করছে স্থানীয় লোকজন। ঘূর্ণিঝড়টি সরাসরি দ্বীপ উপজেলা হাতিয়ায় আঘাত না করলেও তার প্রভাবে হাতিয়া উপজেলার বিভিন্ন এলাকায় অনেক গাছপালা ও কয়েকটি বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে গেছে। এখনো ধমকা বাতাস ও বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। সেই সঙ্গে নদী উত্তাল থাকায় সব নৌযান চলাচল বন্ধ রয়েছে। মানুষের জীবন যাত্রা ব্যাহত হয়ে পড়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রেজাউল করিম আরো জানান আশ্রয় কেন্দ্র গুলোতে আসা লোকজন সকাল বেলা নিজ নিজ বাড়িতে চলে গেছে।