কে. এম. সাখাওয়াত হোসেন : করোনা ও সুপার আম্ফানের প্রভাবে প্রতিকুল বৈরী আবহাওয়ায় বৃষ্টি উপেক্ষা করে গৃহকর্মী মারুফাকে ধর্ষণ ও হত্যার বিচারের দাবীতে নেত্রকোনায় পৃথক স্থান ও সময়ে মানববন্ধন ও বিক্ষোভ পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় বারহাট্টা উপজেলার সিংধা ইউপি চেয়ারম্যান শাহ মাহবুব মুর্শেদ কাঞ্চনের নিজ বাসা মোহনগঞ্জ হাসপাতাল রোডে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে। অন্যদিকে নেত্রকোনা পৌরশহরে প্রেসক্লাবের সমানের সড়কে সকাল সাড়ে ১১টার নেত্রকোনা জেলার সাধারণ ছাত্র সমাজ ব্যানারে এবং একই স্থানে দুপুর ২টার দিকে নেত্রকোনা বিক্ষুব্ধ নাগরিক সমাজের ব্যানারে আরেকটি মানবন্ধনের মতো কর্মসূচী পালিত হয়।
নেত্রকোনার বারহাট্টা উপজেলার সিংধা ইউপি চেয়ারম্যান শাহ মাহবুব মুর্শেদ কাঞ্চনের নিজ বাসা মোহনগঞ্জ উপজেলার হাসপাতাল রোডের এলাকাবাসী মানবন্ধন ও বিক্ষোভ পালন করেছে। এলাকাবাসীর ব্যানারে মানববন্ধনে উপজেলার বিভিন্ন এলাকার মানুষ এসে একাত্মতা প্রকাশ করে এবং এই এলাকায় তারা ধর্ষক হত্যাকারীর চলাচল দেখতে চায় না। এমন দাবী তুলে আম্ফানের প্রভাবে অনবরত বৃষ্টি উপেক্ষা করে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা থেকে সোয়া ১২টা পর্যন্ত বিক্ষোভ করে।
এসময় চেয়ারম্যান কাঞ্চনকে এলাকায় অবাঞ্চিত ঘোষণা করে তার কুশপুত্তলিকা দাহ করা হয়। মানববন্ধন আসা ওই মহল্লার শিক্ষার্থী সৌরভ জানায়, পেটের দায়ে কাজ করতে আসা এই গরীব মেয়েটির কি দোষ ছিল, কেনো সে মারা গেল? আজ রক্ষক যদি ভক্ষক হয়, তাহলে মানুষ যাবে কোথায়। আমরা মারুফা হত্যার সঠিক বিচার চাই। এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর বিচার নিশ্চিত করতে হবে।
এইদিকে একই ইস্যু ও বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র তৌহিদুলের হত্যার বিচারের দাবীতে নেত্রকোনার পৌর শহরের প্রেসক্লাবের সামনের সড়কে নেত্রকোনা জেলার সাধারণ ছাত্র সমাজ ব্যানারে সকাল সাড়ে ১১টায় মানববন্ধনে কর্মসূচি পালিত হয়েছে। মানববন্ধন শেষে মো. ফাহিম রহমান খান পাঠান, শুভ সরকার ও সাবেক ভিপি দেব শঙ্কর রায়ের (দেবু) নেতৃত্বে নেত্রকোনার পুলিশ সুপার ও জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেন।
একই স্থান (নেত্রকোনা প্রেসক্লাবের সামনের সড়কে) মারুফা ধর্ষণ ও হত্যার বিচার এবং মোহনগঞ্জ থানার ওসি’র প্রত্যাহারের দাবীতে দুপুর দুইটার দিকে নেত্রকোনা বিক্ষুব্ধ নাগরিক সমাজের ব্যানারে আরেকটি মানববন্ধন হয়েছে। এ মানববন্ধনে নেতৃত্ব দেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সৃজন ঘোষ, জেলা ছাত্রলীগৈর সাংগঠনিক সম্পাদক রবিউল আউয়াল শাওন ও ছাত্র নেতা লিংকন তালুকদার। এ সময় এ ঘটনায় চেয়ারম্যান কঞ্চনের বিচার ও মোহনগঞ্জ থানার ওসিকে প্রত্যহারে দাবী জানায় বক্তারা।
উল্লেখ্য, গত ৯ মে চেয়ারম্যান কাঞ্চনের বাসার কিশোরী গৃহকর্মী মারুফা (১৪) আত্মহত্যা করেছে বলে লাশ নিয়ে চেয়ারম্যান নিজেই হাসপাতালে যান। পরে শিশুটির গায়ে স্পর্শকাতর বিভিন্ন স্থানে যখমের চিহ্ন দেখে হাসপাতালের এবং স্থানীয় মানুষদের মাঝে সন্দেহ হলে থানায় খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। ময়নাতদন্তের পর লাশ মারুফার বাবার বাড়ি সিংধা এলাকায় চেয়ারম্যানের বাড়ির পাশে হওয়ায় ভয়ে কলমাকান্দা নানার বাড়িতে নিয়ে দাফন করে। চেয়ারম্যান বিভিন্নভাবে মারুফার মাকে ভয়ভীতি দেখিয়ে আত্মহত্যা মামলায় সই করাতে চায়।
পরে মেয়ের মা আকলিমা আক্তার এক সাবেক মহিলা মেম্বারের সহায়তায় ৯৯৯ এ কল দিলে পুলিশ সুপার মো. আকবর আলী মুনসীর হস্তক্ষেপে ঘটনাস্থল মোহনগঞ্জ থানায় ১১ মে মামলা নেয়। ওই রাতেই পুলিশ চেয়ারম্যানকে আটক করে ১২ মে আদালতে প্রেরণ করলে ১৪ মে চেয়ারম্যান জামিনে ছাড়া পায় চেয়ারম্যান কাঞ্চন।