কে. এম. সাখাওয়াত হোসেন : নেত্রকোনায় গত একদিনেই (২০ মে) প্রেরিত নমুনা পরীক্ষায় ৪৪ জনের করোনাভাইরাস পজিটিভ এসেছে। এই আক্রান্তদের মধ্যে সদর উপজেলাতেই ৩০ জন, পূর্বধলায় ১০জন, দুর্গাপুরে দুইজন, একজন করে মোহনগঞ্জ ও আটপাড়া উপজেলাতে রয়েছেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মাইক্রোবায়োলজী ল্যাবে আগের দিনের স্থগিত হওয়া ৪৬টি সহ ২৪৮টি, আইসিডিডিআরবি থেকে ৫৮টি ও আইপিএইচ থেকে ৯১টি মোট ৪০৭টি নমুনা পরীক্ষার প্রাপ্ত রিপোর্টে এই ৪৪ জন করোনা সনাক্ত হয়েছেন। এ নিয়ে নেত্রকোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে মোট ১৬৮ জনে।
গত বুধবার (২০ মে) রাত সাড়ে ১০টায় নেত্রকোনা সিভিল সার্জন অফিসিয়াল ফেইসবুক পোষ্ট থেকে এসব তথ্য নিশ্চিত হওয়া যায়।
বিগত দিনের ওই পোষ্ট থেকে জানা যায়, গত ১০ এপ্রিল প্রেরিত নমুনায় নেত্রকোনায় প্রথম করোনা পজিটিভ রোগী সনাক্ত হয়। সেই দিন থেকে গত বুধবার (২০ মে) রাত পর্যন্ত এ জেলাতে ১৬৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত ২৭১১টি প্রেরিত নমুনার মধ্যে ২৫৫১টির পরীক্ষা রিপোর্ট পাওয়া গেছে।
আরো জানায় যায়, জেলায় কর্মকর্তা সহ ১০ পুলিশ, ৮ জন বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ইতিমধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন। পুলিশের একজন জেলা স্পেশাল ব্রাঞ্চের (ডিএসবি) আর বাকি সকলেই কেন্দুয়া থানায় কর্মরত এবং একই থানার ওসি ও উপজেলার ইউএনও করোনার নমুনা পরীক্ষায় পজিটিভ আসায় তারা দুজনই পারিবারিক হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। আক্রান্তদের মধ্যে দুই চিকিৎসক সহ ৪৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ও মৃত্যু হয়েছে দুইজনের। আরো একজন চিকিৎসক বৃহস্পতিবার (২১ মে) ছাড়পত্র পাবেন বলে জানিয়েছেন নেত্রকোনার সিভিল সার্জন ডা. মো. তাজুল ইসলাম খান।
তবে করোনায় উপসর্গ নিয়ে মারা যাওয়া দুজনের প্রেরিত নমুনার চারদিন পর জানা যায় তারা করোনা পজিটিভ ছিলেন। মৃত দুজনের একজন মোহনগঞ্জ উপজেলার গাগলাজুর ইউনিয়নের চৌড়াপাড়া গ্রামের প্রফুল্ল চন্দ্র পালের ছেলে গৌরাঙ্গ পাল (৪৫)। গত ৭ মে তার নমুনা সংগ্রহের পরদিন ৮ মে রাতে মারা যান তিনি। এরপর ১২ মে রাতে নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। তিনি সিলেটসহ বিভিন্ন জায়গায় ভ্রাম্যমান ব্যবসা করে জীবিকা নির্বাহ করে আসছিলেন।
মৃতদের আরেকজন মদন উপজেলার গোবিন্দ্রশ্রী গ্রামের ৬০ বয়সের বৃদ্ধা ফুলতারা। সে গত ৮ মে নারায়নগঞ্জ থেকে নিজ বাড়িতে আসেন এবং ১০ মে সন্ধ্যায় তার মৃত্যু হয়। ১৪ মে রাতে ময়মনসিংহ পিসিআর ল্যাব থেকে প্রাপ্ত রিপোর্টে তার কোভিড-১৯ পজিটিভ আসে।
উল্লেখ্য, এ পর্ষন্ত জেলায় মোট করোনা ভাইরেসে সনাক্তকৃত ১৬৮ জনের মধ্যে সদর উপজেলায় ৪৭ জন, কেন্দুয়ায় ২৪ জন, মোহনগঞ্জে ১৮ জন, পূর্বধলায় ১৮ জন, আটপাড়ায় ১৮ জন, বারহাট্টায় ১৪ জন, মদনে ১০ জন, দুর্গাপুরে ৮ জন খালিয়াজুরিতে ৭ জন ও কলমাকান্দায় উপজেলায় ৪ জন আক্রান্ত হয়েছেন।