স্টাফ রিপোর্টার : করোনায় সৃষ্ট দূর্যোগে সাংস্কৃতিক কর্মীদের সকল প্রকার কার্যক্রম বন্ধ হয়ে যাওয়া এবং সেই সাথে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতরও সন্নিকটে হওয়ায় তাঁদের অর্থনৈতিক জীবনের উপর চাপ সৃষ্টি হয়েছে।
সাংস্কৃতিক কর্মীদের মানবিক সহযোগিতা ও ঈদ উপহার হিসেবে গত ২০ মে বহরুপী নাট্য সংস্হার সচিব এবং ময়মনসিংহ
থিয়েটার এসোসিয়েশন এর আহ্বায়ক, কবি,নাট্যকার এবং নির্দেশক শাহাদাত হোসেন খান হীলু এর ব্যক্তিগত উদ্যোগে ময়মনসিংহের ৪০ জন সাংস্কৃতিক কর্মীদের হাতে খাদ্য উপহার তুলে দেয়া হয়।
এছাড়া নগদ ৪০ হাজার টাকা সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন অসহায় মানুষদের প্রদান করা হয়।
এসময় খাদ্য উপহার প্রদানে উপস্থিত ছিলেন, নাট্যকার সোলাইমান মজিদ, ওয়াহাব মাহমুদ রমজান, বিদ্রোহী নাট্যগোষ্ঠীর সাধারন সম্পাদক আজহার হাবলু, লোককৃষ্টির কাশেম শিকদার, শাপলা থিয়েটারের সাধারণ সম্পাদক এমদাদুল হক এমদাদ, মলিউড এর সভাপতি হেদায়েতুল হকসহ অন্যান্য সাংস্কৃতিক কর্মীবৃন্দ।