পূর্বময় ডেস্কঃ ময়মনসিংহ করোনা ভাইরাসের প্রভাব দিন দিন বৃদ্ধি পাচ্ছে।এই সংকটময় মূহুর্তে ৪র্থ বারের মতো ব্র্যাক আরবান ডেভেলোপমেন্ট ও সিটি কর্পোরেশনের সহযোগিতায় বাশা এন্টারপ্রাইজ এর উদ্যাগে ১নং ফাড়িঁর পুলিশের উপস্থিতিতে গতকাল ১৯ মে নগরীর রমেশ সেন রোড যৌন পল্লীতে ঈদুল ফিতর উপলক্ষ্যে ২৫০ পরিবার,শিশুদের প্যাকেট দুধ এবং হিজরা সম্প্রদায় ৫০ পরিবার মোট ৩০০ পরিবারকে ঈদ প্যাকেজ উপহার দেওয়া হয়।
শুকতারা কল্যাণ সংস্থার সদস্য শিল্পি বলেন,আমরা সমাজে কোন স্বীকৃতি পাই না,আঙ্গরে দেখলে মানুষ খারাপ ভাবে,উপহাস করে।
ব্র্যাক ইউ,ডি,পি এবং বাশা এন্টারপ্রাইজ হতে আমাদের জন্য খাদ্য সামগ্রী সহযোগিতা করেন।ধন্যবাদ মেরি আপাকে আমাদেরকে ভালোবেসে সহযোগিতা করাই।
ব্র্যাক ইউ.ডি.পি আব্দুল্লাহ আল মামুন বলেন, ব্র্যাকের কার্যক্রম অব্যাহত থাকবে।আমরা এ পর্যন্ত বিভিন্ন স্লাম গুলোতে ৫০০০০/-টাকা বিতরণ করি।
এ সময় উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ড কাউন্সিলর মোঃফারুক হাসান,ব্র্যাক আরবান ডেভেল্পমেন্ট প্রোগ্রামের ফিল্ড কো-অর্ডিনেটর আব্দুল্লাহ আল -মামুন,বাশা এন্টারপ্রাইজ কর্মকর্তা মেরি,১নং ফাড়িঁ এস আই ফারুক আহম্মেদ, সাংবাদিক নেপাল ধর, সুমন ভট্টাচার্য প্রমুখ।