শিমুল শাখাওয়াতঃ
নেত্রকোনার পূর্বধলায় আরও ১০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
আক্রান্তরা হলেন পূর্বধলা পশু হাসপাতাল এর ডাঃ মতিউর রহমান ও ডাঃ নাজমুল হাসান, আব্দুল খায়ের শিক্ষক জে এম সরকারি পাইলট উচ্চবিদ্যালয় ,প্রশান্ত কুমার ও অমল কান্তি রায় ইউএনও অফিস,মোবারক হোসেন ভূমি অফিস,মশিউর রহমান খাদ্য গুদাম ,আতিকুল ইসলাম ও মোঃ তানজিল হাসান পিআইও অফিস,ফেরদৌস আলম যুবলীগ নেত।
এই নিয়ে পূর্বধলায় মোট ১৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
আজ ২০ মে (বুধবার) নেত্রকোনা সিভিল সার্জন তার ফেসবুক পেইজে এ তথ্য নিশ্চিত করেছেন।