পূর্বময় ডেস্কঃ করোনা সংকটে স্থবির জনজীবন। নিম্নআয়ের মানুষগুলো আজ দিশেহারা। ছন্দপতন ঘটেছে স্বাভাবিক জীবনযাত্রায়।
সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘ, ময়মনসিংহ এর ভাতৃপ্রতিম সংগঠন সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘ, নান্দাইল তাদের নিজস্ব ব্যবস্থাপনায় মানুষের পাশে দাঁড়ানোর অভিপ্রায়ে ঈদ উপলক্ষ্যে আজ ২০ মে ২০২০ তারিখে খাদ্যসামগ্রী উপহার হিসেবে বিতরন করে। এসব উপহার সামগ্রী নান্দাইল উপজেলার বিভিন্ন এলাকায় নির্দিষ্ট দু:স্থ মানুষদের বাড়ী বাড়ী গিয়ে সমাজ রূপান্তরের সদস্যরা পৌঁছে দেয়।
উপহার সামগ্রী বিতরন কার্যক্রম পরিচালনা করেন সংগঠনের সভাপতি আব্দুল হান্নান, উপদেষ্টা সারোয়ার জাহান জিটু (ভাইস চেয়ারম্যান, নান্দাইল উপজেলা পরিষদ), সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম খোকন, সমাজ রূপান্তরের সংগঠক আসাদুল হক শাহীন, আবু সাঈদ আকন্দ, ইসলাম উদ্দিন প্রমুখ। এ উপহার সামগ্রী বিতরন ঈদ পর্যন্ত অব্যাহত থাকবে বলে সংগঠন সূত্র জানায়।
উল্লেখ্য, ইতিপূর্বে লিফলেট বিতরনের মাধ্যমে এ সংগঠনটি ময়মনসিংহ ও নান্দাইলে করোনা বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে।