স্টাফ রিপোর্টারঃ
পাবনা জেলার সাথিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল রায়হান। পরিবারের সদস্যদের মায়া ত্যাগ করে সাথিয়া উপজেলায় ফয়সাল রাইহান রাত-দিন কাজ করছেন দেশের জন্য, মানুষের জন্য।
করোনা ভাইরাসের এই সময়ে জনগণকে সেবা দিতে ভয় নয়। সব বাঁধা পেরিয়ে নিজেকে পুরোপুরি জনগণের সেবার জন্য নিয়োজিত করেছেন।
করোনাযুদ্ধে সাথিয়ার স্থানীয় বাজার গুলোতে দাম নিয়ন্ত্রণ করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন প্রতিদিন তিনি। জনসাধারণের জরুরি সেবার জন্য তিনি সরকারি নাম্বারের পাশাপাশি তার ব্যক্তিগত নাম্বারটি ২৪ ঘণ্টা খোলা রেখেছেন। পাশাপাশি করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রাখতে ও মানুষজনকে সচেতন করতে সাথিয়া উপজেলা জুড়ে নিয়মিত ভ্রাম্যমাণ আদালতও পরিচালনা করছেন তিনি।
জনগণের কাছে গিয়ে সরকারের নির্দেশনা ও স্বাস্থ্য বিধি মেনে চলারও অনুরোধ করছেন। কর্মস্থলে সাধারণ মানুষের জন্য তার এই যুদ্ধকে প্রশংসনীয় বলে দাবি করছেন স্থানীয়রা।
পাবনা জেলার সাথিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নির্দেশনায় মাঠ পর্যায়ে কাজ করছেন ফয়সাল রায়হান।
এই ব্যাপারে সাথিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল রায়হান জানান, এখন ব্যক্তিগত সমস্যার চেয়ে জনস্বার্থ অনেক জরুরি।
তিনি আরও বলেন দেশের এই ক্রান্তি লগ্নে সাধারণ মানুষের কথা মাথায় রেখে কাজ করে চলছি। জনসাধারণের জন্য ভালো কাজ করতে পারলে আত্মতৃপ্তি পাওয়া যায়।
সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন এভাবেই কাজ করে যেতে পারি।