স্টাফ রির্পোটার:
করোনা মহামারীতে অসহায়, অস্বচ্ছল জনগোষ্ঠীর মাঝে মঙ্গলবার সকালে (২০ মে) ময়মনসিংহ শহরের কাচিঝুলি এলাকায় ময়মনসিংহ সিটি করপোরেশনের সহযোগিতায় নিরাপদ সড়ক চাই ময়মনসিংহের উদ্যোগে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
সিটি করপোরেশনের মেয়র ও নিরাপদ সড়ক চাই ময়মনসিংহের প্রধান উপদেষ্টা মো. ইকরামুল হক টিটু নিরাপদ সড়ক চাই ময়মনসিংহ শাখার সভাপতি আব্দুল কাদের চৌধুরী মুন্নার হাতে ৫০ প্যাকেট উপহার সামগ্রী তোলে দেন। পরে মঙ্গলবার সকালে নিরাপদ সড়ক চাই ময়মনসিংহের নেতৃবৃন্দ এগুলো অস্বচ্ছল জনগোষ্ঠীর মাঝে বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই ময়মনসিংহ শাখার সভাপতি আব্দুল কাদের চৌধুরী মুন্না, সহ-সভাপতি স্বাধীন চৌধুরী, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান রতন, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজুর রহমান, দপ্তর সম্পাদক ফখরুল হাসান, মহিলা বিষয়ক সম্পাদক বাবলী আকন্দ, সাংবাদিক আব্দুল মোতালেব প্রমুখ।