কে. এম. সাখাওয়াত হোসেন : নেত্রকোনায় হতদরিদ্র ও পথ-শিশুদের মাঝে ঈদ উপহার বিতরন করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় পৌর শহরের নাগড়া বাড়ইপাড়া ২৬ নং শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে এ সকল উপহার সামগ্রী বিতরন করা হয়।
এ সময় জেলা প্রশাসকের পক্ষে ১৩৫ জন শিশু শিক্ষার্থীর মাঝে উপহার তুলে দেন অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহমুদ। উপহার বিতরনে সহায়তা করেন সহকারী কমিশনার উম্মে সালমা, ফারজানা খানম ও বীথি রায়।
এদিকে ঈদ উপহার হাতে পেয়ে এ সকল শিশুরা আনন্দে উদ্বেলিত।