কে. এম. সাখাওয়াত হোসেন : নেত্রকোনার কেন্দুয়া উপজেলা বাজারে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দোকানের কিছু অংশ খোলা রেখে বেচাকেনা করার দায়ে ৩ কাপড় ব্যবসায়ীকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (১৯) মে দুপুরে কেন্দুয়া পৌরসভার বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসিল্যান্ড খবিরুল আহসান।
এ সময় তিনি কেন্দুয়া মধ্য বাজারের গার্মেন্টস ব্যবসায়ী রহিছ উদ্দিনকে ২০ হাজার, বিসমিল্লাহ গার্মেন্টস মালিককে ১৫ হাজার ও আখতারুজ্জামানকে ১০ হাজার টাকা জরিমানা এবং তাদের কাছ থেকে নগদ ৪৫ হাজার টাকা আদায় করা হয়।
কেন্দুয়ার এসিল্যান্ড খবিরুল আহসান বলেন, এসব ব্যবসায়ী সরকারি নির্দেশ অমান্য করে দোকানের কিছু অংশ খোলা রেখে ক্রেতাদের দোকানের ভিতরে ঢুকিয়ে গার্মেন্টসের কাপড় বিক্রি শুরু করে। গোপন সংবাদে খরব পেয়ে ঘটনার সত্য পাওয়ায় তিনজন গার্মেন্টস ব্যবসাহীকে বিভিন্ন অংকের ৪৫ হাজার টাকা জরিমানা সহ তা আদায় করা হয়েছে।
আদালতকে সহায়তা করেন, কেন্দুয়া থানা পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) হাবিবুল্লাহ খান, এসআই ছামেদুল হক, এসআই আহাদুল ইসলামসহ একদল পুলিশ।