কে. এম. সাখাওয়াত হোসেন : নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় সরকারি নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখায় ভ্রাম্যমান আদালত কাপড় দোকাা সহ ৫ ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ২৯ হাজার টাকা অর্থদণ্ড করেছে।
সোমবার (১৮ মে ) বিকেলে উপজেলার সদর বাজারে এ ভ্রাম্যমাণ আদলত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ইউএনও মো. সোহেল রানা ।
এ সময় সরকারি নির্দেশ অমান্য করায় উপজেলার ইউনিয়ন পরিষদ মসজিদ মার্কেটের জুতা ব্যবসায়ী মো. অহিদ মিয়া, মো. জুলহাঁস ও মো. হাসান তাদের প্রত্যেককে ৩ হাজার টাকা করে এবং মধ্য বাজারের কাপড় ব্যবসায়ী চন্দন সাহাকে ১৫ হাজার টাকা ও অঞ্জন রায়কে ৫ হাজার টাকা অর্থদণ্ড ধার্য করে। পরে তাদের কাছ থেকে জরিমানার ২৯ হাজার টাকা নগদ আদায় করে ভ্রাম্যমান আদালত।
উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মো. সোহেল রানা জানান, করোনা ভাইরাস প্রতিরোধ সরকারি নির্দেশ মোতাবেক উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। এরই অংশ হিসেবে উপজেলার কলমাকান্দা সদর বাজারে এ অভিযান চালানো হয়। তিনি আরও জানান, উপজেলাব্যাপী ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।