শিমুল শাখাওয়াতঃ
বৈশ্বিক করোনা ভাইরাস এর আতংকে সারা বিশ্ব যখন আতংকিত ঠিক তখনই নেত্রকোনার পূর্বধলা উপজেলার ৫০০ পরিবারের মাঝে খাদ্য উপহার সামগ্রী বিতরন করেছেন ময়মনসিংহ মুসলিম গার্লস কলেজের অধ্যাপক, দিলরুবা হাবিব শিক্ষা ফাউন্ডেশনের সভাপতি,দৈনিক পূর্বময় ডটকম এর উপদেষ্টা মোঃ ওসমান গণি সুমন।
তিনি গরীব, অসহায়, মধ্যবিত্ত,নিম্ন মধ্যবিত্ত মানুষের ঘরে ঘরে খাদ্য উপহার সামগ্রী পৌঁছে দিয়েছেন কোনরকম প্রচার ছাড়াই।
এছাড়াও তিনি সবসময় বিভিন্নভাবে মানুষকে সহায়তা করে যাচ্ছেন।
হাসপাতালে কোন রোগী যদি অর্থাঅভাবে চিকিৎসা না করতে পারে তিনি তাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন।
আবার টাকার জন্য কারো যদি পড়াশোনা ব্যহত হয় তার পাশেও সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন মোঃ ওসমান গণি সুমন।
মোঃ ওসমান গণি সুমন উপহার গ্রহীতার পরিচয় সম্পূর্ণ গোপন রেখে পূর্বধলা ৫০০ পরিবারের মাঝে.. ২ প্যাকেট সেমাই,১কেজি হুইল পাউডার,১টি সাবান,১প্যাকেট খেজুর,১ প্যাকেট লেক্সাস বিস্কুট, ১কেজি চিনি,হাফ কেজি মুড়ি,১ কেজি পেঁয়াজ, ২কেজি আলু,১ কেজি তেল,১কেজি লবন,১কেজি মসুর ডাল, কোন ফটোসেশান ছাড়াই পৌঁছে দেন।
এছাড়াও তিনি এই রমজানে নিজের হাতে রোজাদারদের মাঝে ইফতার বিতরন করেন।
মোঃ ওসমান গণি সুমন বলেন,আমার এই ব্যাক্তিগত উদ্যেগ অব্যহত থাকবে ইনশাআল্লাহ্।
তিনি দেশের বিত্তশালীদের এই ক্রান্তিলগ্নে যার যার অবস্থান থেকে গরীব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।