কে. এম. সাখাওয়াত হোসেন : নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার জারিয়াস্থ ৬ আনসার ব্যাটালিয়নের উদ্যোগে সোমবার ১২৫ জন অসহায় দুস্থ পরিবারের মাঝে ঈদের উপহার সামগ্রী বিতরন করা হয়েছে। সকাল ১১টায় সদর দপ্তরে প্রধান অতিথি হিসেবে এসব ঈদ উপহার সামগ্রী বিতরন করেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ময়মনসিংহ রেঞ্জের পরিচালক মো. হিরা মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন ৬ আনসার ব্যাটালিয়নের পরিচালক মো. জিয়াউল হাসান, সহকারী পরিচালক মোহাম্মদ জিন্নাতুল ইসলাম, সিএও কোম্পানী কমান্ডার শামছুজ্জামানসহ ব্যাটালিয়নের অন্যান্য সদস্যবৃন্দ।
ময়মনসিংহ রেঞ্জের পরিচালক মো. হিরা মিয়া সংক্ষিপ্ত ভাষনে বলেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশ ও জনগনের সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে করনীয় সম্পর্কে দেশের প্রত্যন্ত অঞ্চলের তৃণমূল পর্যায়ের জনগনের মাঝে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি এবং স্বাস্থ্য বিধি যথাযথ ভাবে মেনে চলতে আনসার ও ভিডিপির সদস্যরা জীবনের ঝুকি নিয়ে কাজ করে যাচ্ছে। করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া সমাজের অসহায়, হত-দরিদ্র, দুস্থ পরিবারের সদস্যদের মুখে ঈদের হাসি ফুটাতে আনসার সদস্যরা তাদের ইফতারের টাকা থেকে টাকা ঔবাঁচিয়ে সেই টাকায় ১২৫টি অসহায়, হত-দরিদ্র, দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরন করেছে।
আনসার ব্যাটালিয়নের পরিচালক মো. জিয়াউল হাসান জানান, ঈদ উপহার সামগ্রীর মধ্যে রয়েছে, ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, ৫০০ গ্রাম সেমাই, ১ লিটার সোয়াবিন তেল, ১টি সাবান।