ফরিদগঞ্জ প্রতিনিধি মোঃ মুজাম্মেল হুসাইন(হাচিব):
কৃষক বাঁচলে
বাঁচবে দেশ
দেশজুড়ে করোনাভাইরাস পরিস্থিতিতে স্তব্ধ মানুষের জীবন যাত্রা।
এ অবস্থায় ফসল ঘরে তুলতে আর্থিক সংকটে ভুগছেন কৃষক রা।
ঠিক সেই সময়
” মানবতার সেবাই আমাদের মূল লক্ষ্য ”
এই শ্লোগান সামনে নিয়ে
“শিক্ষার্থী কল্যাণ সংস্থা ”
রমজান মাসে রোজা রেখে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে তৃতীয় বারের মত কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছে শিক্ষার্থী কল্যাণ সংস্থা।
আজ ১৮( মে ) মঙ্গলবার ফরিদগঞ্জ উপজেলার ১৫ নং ইউনিয়ন এর ৬ নং ওয়াডের মোঃ শাহাজান তপদার( ভুট্টা) মিয়ার (১২ শতক) জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছে “শিক্ষার্থী কল্যাণ সংস্থা ” ০৯ সদস্যের একটি দল ।।
এ সময় শিক্ষার্থী কল্যাণ সংস্থার সভাপতি মোঃ ইউসুফ গাজী বলেন
দেশের যে কোন ক্রান্তিলগ্নে, যে কোন আপদকালীন সময়ে” শিক্ষার্থী কল্যাণ সংস্থা” মানুষের পাশে থাকার অঙ্গিকার ব্যক্ত করছে ইনশা-আল্লাহ।
এবং ধন্যবাদ জানিযেছেন যারা এই মানবিক কর্মযজ্ঞে অংশ গ্রহন করেছে তাদের সকলকে।
শিক্ষার্থী কল্যাণ সংস্থা
মানবতার সেবাই আমাদের মূল লক্ষ্য