ভালুকা প্রতিনিধি ঃ ভালুকা পৌর এলাকায় ৪র্থ দিনের মতো করোনাতে কর্মহীন হয়ে পড়া ও অভাবী পরিবারে ঈদ সামগ্রী বিতরণ করেছেন পৌর বিএনপি নেতা বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব হাতেম খান। আজ ১৭ মে রবিবার সকালে পৌর সভার ৩নম্বর ওয়ার্ডের চাপরবাড়ি দাখিল মাদ্রাসা মাঠে ওই ওয়ার্ডের ৬ শতাধিক কর্মহীন হয়ে পড়া অভাবী পরিবারের হাতে ঈদ সামগ্রী তুলে দেন।
এ সময় আলহাজ্ব হাতেমখানের সাথে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা আবুল কাশেম,আব্দুল মতিন , নাজমুল আলম,রুবেল ও সন্তোষ। ঈদ সামগ্রীর প্রতি প্যাকেটে রয়েছে চিনি গুড়া চাল,দুই প্যাকেট সেমাই,সয়াবিন তেল,লবণ,চিনি ও সাবান।
গত চার দিনে পৌর সভার ৪নং ওয়ার্ডে ৩ হাজার অধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেন। তিনি পৌরসভার ৯টি ওয়ার্ডে ৫৬০০নিম্ন আয়ের অভাবী পরিবারের মাঝে পর্যায়ক্রমে ওই সব সামগ্রী বিতরণ করবেন বলে জানা গেছে।