ময়মনসিংহ সাহিত্য সংসদ এর আহবানে করোনাযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সম্মান প্রদর্শন ও মোমবাতি প্রজ্বলন

Date:

Share post:

 

বিশ্বব্যাপী করোনায় দুর্বিষহ মহামারীকাল যাপন করছি আমরা। এই বিপন্ন পরিস্থিতির শিকার আজ বিশ্ব-মানব সম্প্রদায়। প্রতি নিয়ত ভারী হচ্ছে মৃত্যুর মিছিল।করোনা’র সাথে যুদ্ধ করে ইতোমধ্যে শহীদ হয়েছেন বিশ্বের তিন লক্ষাধিক মানুষ আর মৃত্যুর মুখোমুখি মরণপণ লড়াই করে যাচ্ছেন সংখ্যাতীত মানুষ। এমন ক্রান্তিকালে তাদের জীবন বাঁচাতে যারা চ্যালেঞ্জ নিয়ে ফ্রন্ট লাইনে লড়ে যাচ্ছেন চিকিৎসক নার্স, প্রশাসন, পুলিশ, গনমাধ্যমকর্মী, স্বেচ্ছাসেবীসহ বিভিন্ন পর্যায়ের মানবসেবীরা তাদের প্রতি নিবেদন করে ছিল এই অর্ঘ্য আয়োজন এবং স্যালুট প্রদর্শন।

গতকাল  ১৭ মে রোববার ময়মনসিংহ সাহিত্য সংসদ এর আহবানে সম্মিলিত সাংস্কৃতিক জোট,ময়মনসিংহের ব্যবস্থাপনায় এবং জোট আহবায়ক অধ্যক্ষ আমীর আহাম্মদ চৌধুরী রতনের সভাপতিত্তে করোনাযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মোমবাতি প্রজ্বলন এবং করোনা যোদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শন অনুষ্ঠান সঞ্চালনা করেন ময়মনসিংহ সাহিত্য সংসদ এর সাধারন সম্পাদক কবি স্বাধীন চৌধুরী।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক কবি মস্তাফিজুর বাসার ভাষানী, জোট নেতা এডভোকেট এম এ কাশেম, ময়মনসিংহ সাহিত্য সংসদের সভাপতি কবি ও আবৃত্তিকার আনোয়ারা সুলতানা, মুখোশ নাট্য সংস্থার সভাপতি আব্দুল হক শিকদার, বিদ্রোহী নাট্য গোষ্ঠীর সভাপতি আজহার হাবলু, বঙ্গবন্ধু আবৃত্তি পরিশদ,ময়মনসিংহের সাধারন সম্পাদক আবৃত্তিকার আমজাদ দোলন, নিরাপদ সড়ক চাই- ময়মনসিংহের সভাপতি আব্দুল কাদের চৌধুরী এবং সংস্কৃতিকর্মী চৌধুরী অনুপ আমীর।

নিরাপদ দূরত্ব মেনে জোট আহবায়ক অধ্যক্ষ আমীর আহাম্মদ চৌধুরী রতনের বাসভবন আঙ্গিনায় এই আয়োজন করা হয়। প্রত্যেকের প্রতি বাসায় থেকে এমন আয়োজনে শ্রদ্ধা নিবেদন করতে উৎসাহিত করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে সম্প্রচার করা হয় অনুষ্ঠান টি। সবসময় সচেতন, শৃঙ্খলাবদ্ধ এবং পরস্পরের প্রতি মানবিক থাকারও আহবান জানানো হয় এই অনুষ্ঠানের মাধ্যমে।

 

স্বাধীন চৌধুরী

লেখক ও গণমাধ্যমকর্মী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

আমি একে এম মাজহারুল ইসলাম রানা, নেত্রকোণা পূর্বধলা উপজেলার ঘাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। গত ৪ সেপ্টেম্বর বুধবার...

সড়ক দূর্ঘটনায় পূর্বধলার মেধাবী ছাত্র তানভীর নিহত

পূর্বধলা প্রতিনিধিঃ স্বপ্ন দেখতেন একদিন অনেক বড় হবেন। বাবা-মা দেশের মুখ উজ্জ্বল করবেন। ছিলেন প্রচণ্ড পরিশ্রমী...

পূর্বধলায় যৌথ অভিযানে লুট হওয়া অস্ত্র উদ্ধার, আটক ৫

শিমুল শাখাওয়াতঃ নেত্রকোনার পূর্বধলা উপজেলার জালশুকা এলাকায় অভিযান চালিয়ে ম্যাগজিনসহ একটি নাইন এমএম পিস্তল উদ্ধার করেছে সেনাবাহিনীর...

পূর্বধলায় মাছ ধরা কে কেন্দ্র করে নিহত ১

মোঃ শাখাওয়াত হোসেন শিমুলঃ নেত্রকোনার পূর্বধলা উপজেলার ঘাগড়া ইউনিয়নের মেঘশিমুল পশ্চিমপাড়া গ্রামে গতকাল শুক্রবার বিকেলে এ ঘটনাটি ঘটে। নিহত...