স্টাফ রিপোর্টার ঃ ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে অভিনব কায়দায় প্লাষ্টিকের পাইপে করে ইয়াবা পাচারকালে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এ সময় এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। আজ ১৭ মে রবিবার ফুলবাড়িয়া থেকে তাকে গ্রেফতার করা হয়।
ডিবির ওসি শাহ কামাল আকন্দ পিপিএম জানান, করোনা প্রতিরোধকালীন সময়ে মাদক ব্যবসায়ীরা মাথাচাড়া দিলে ময়মনসিংহের পুলিশ নির্দেশে ডিবি পুলিশ নিয়মিত মাদক বিরোধী অভিযান চালিয়ে আসছে।
এরই অংশ হিসেবে এসআই আব্দুর রাজ্জাক সংগীয় অফিসার ফোর্সসহ ফুলবাড়ীয়ার বিদ্যানন্দ পুলের বাজার থেকে দুইটি প্লাষ্টিকের পাইপের ভিতর মাদক পাচারকালে ১০০০ পিস ইয়াবা ট্যাবলেট মাদক ব্যবসায়ী জাহিদ হাসান বিল্লালকে গ্রেফতার করা হয়। সে বিদ্যানন্দ গ্রামের মোকছেদ আলীর ছেলে। তার বিরুদ্ধে মাদক আইনে ফুলবাড়িয়া থানায় মামলা হয়েছে।