স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে করোনা প্রার্দুভাব বেড়ে চলেছে। এদিকে ঈদকে কেন্দ্র করে ঈদ মার্কেটে ভীড় জমাচ্ছে ক্রেতাগণ। সামাজিক দূরত্ব মানা হচ্ছে না। কেনাকাটা এবং ভীড় এড়িয়ে চলাও সম্ভব হচ্ছে না। ফলে ময়মনসিংহে করোনা মহামারী আকারে ছড়িয়ে পড়ার আশংকা করা হচ্ছে।
তাই করোনা প্রতিরোধকল্পে আগামীকাল ১৮ মে সোমবার হতে নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্য সামগ্রী ও কাঁচামালের দোকানপাট ছাড়া ময়মনসিংহ নগরীর সকল ধরনের দোকানপাট, শপিং মল, বিপনী বিতান সমুহ ঈদ পর্যন্ত বন্ধ রাখার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়। আজ ১৭ মে ময়মনসিংহ জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে জেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির এক বিশেষ সভায় এই সিন্ধান্ত গ্রহন করা হয়। এতে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ।