সাইফুল আরিফ জুয়েল, মোহনগঞ্জ (নেত্রকোনা): হাওরে বোরো ধান কেটে ফেরা শ্রমিকদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগে বিল্লাল মিয়া (৩৬) নামে এক চাঁদাবাজকে আটক করেছে পুলিশ। বিল্লাল মোহনগঞ্জ উপজেলার বানিয়াজোড়া গ্রামের মৃত মোন্না মিয়ার ছেলে।
রবিবার (১৭ ম) বিকালে উপজেলার সামাইকোনার ধর্মপাশা ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করে মোহনগঞ্জ থানা পুলিশ।
পুলিশ জানায়, বোরো মৌসুমে পাশ্ববর্তী সুনামগঞ্জ জেলার জামালগঞ্জের হাওরে ধান কাটতে আসে সিরাজগঞ্জ জেলার একদল শ্রমিক। তারা মুলত ধানের বিনিময়ে ধান কাটে। কাজ শেষে নদীপথে নৌকা করে অর্জিত ৬০০ বস্তা ধান নিয়ে বাড়ি ফিরছিলেন তারা। পথে নেত্রকোনার সামাইকোনা এলাকার ধর্মপাশা ব্রিজের কাছে নৌকা থেকে ধান নামিয়ে ট্রাকে ভর্তি করার সময় বস্তা প্রতি সাত টাকা করে চার হাজার দুইশত টাকা চাঁদা দাবি করে বিল্লাল ও তার সহযোগীরা। উপায়ান্তর না দেখে তারা মোহনগঞ্জ থানার ওসির নাম্বারে ফোন করেন। ফোন পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। পুলিশের আগমন টের পেয়ে বিল্লালের সহযোগী দুলাল মিয়া, মমিন ও আবুল মিয়া দৌড়ে পালিয়ে যায়। তবে বিল্লাল মিয়াকে ঘটনাস্থলে আটক করে পুলিশ। পরে ওই শ্রমিক দলের মো. ইমরত হোসেন নামের একজন থানায় এসে অভিযোগ দিলে মামলা নেয় পুলিশ।
জানা গেছে, আটক বিল্লাল তার বাহিনী নিয়ে প্রতিনিয়ত হাওর থেকে ধান নিয়ে আসা দূরদূরান্তের শ্রমিকদের কাছ থেকে চাঁদা আদায় করে থাকে। সে একজন পেশাদার চাঁদাবাজ। এ কাজে বাহিনী সাজিয়েছে বিল্লাল।
এ বিষয়ে মোহনগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান বলেন, চাঁদাবাজির খবর জানিয়ে একজন শ্রমিক আমাকে ফোন করে। তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠাই। পুলিশ দেখে অন্যরা পালিয়ে যায়, তবে বিল্লালকে আটক করা হয়। এ ঘটনায় বিল্লালসহ চারজনের নামে মামলা হয়েছে। সোমবার তাকে আদালতে পাঠানো হবে। অন্যদের ধরতে চেষ্টা অব্যাহত আছে বলে জানান তিনি।