কে. এম. সাখাওয়াত হোসেন : নিজ ঘরে মোবাইলে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে নেত্রকোনার মদন উপজেলায় নিজ ঘরে এ ঘটনা ঘটে। নিহত তোফাজ্জল হোসেন (১৮) উপজেলার নায়েকপুর ইউনিয়নের বাশরী দক্ষিণ পাড়ার রিপন মিয়ার ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, তোফাজ্জল হোসেন সকালে বাড়ির সামনের হাওরে ধান কাটতে যায়। দুপুরে ধান কাটা শেষে বাড়ি এসে নিজ ঘরে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎ এর শর্ট লেলগে মাটিতে লুটিয়ে পড়ে। পরিবারের লোকজন দ্রুত তোফাজ্জলকে মদন হাসপাতালে নিয়ে এলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক বুশরা তাকে মৃত ঘোষনা করেন।
এ ব্যাপারে মদন থানার ওসি মো. রমিজুল হক বিদ্যুৎপৃষ্টে এক যুবকের মুত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।