পূর্বধলা প্রতিনিধিঃ
নেত্রকোনার পূর্বধলা উপজেলাকে দ্বিতীয় বারের মতো আবারো লকডাউন ঘোষণা করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম এক জরুরি সভা আহ্বান করে আজ ১৭ মে (রবিবার) থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই লকডাউন বিধিনিষেধ কার্যকর থাকবে বলে ঘোষণা দেয়া হয়। তিনি জেলা প্রশাসনের গণবিজ্ঞপ্তি মেনে এই কার্যক্রম বাস্তবায়নে সর্বমহলের সহযোগিতা কামনা করেন।
জরুরি সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন,উপজেলা সহকারী কমিশনার(ভূূমি) নাসরিন জাহান সেতু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকলপনা কর্মকর্তা ডা. মাহমুদা আক্তার, আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাবিবুর রহমান, পূর্বধলা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আপ্তাব উদ্দীন, পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আরিফুজ্জামান, পূর্বধলা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও পূর্বধলা বাজার কমিটির সভাপতি সিদ্দিকুর রহমান বুলবুল, বাজার কমিটির সাধারণ সম্পাদক হিরেন্দ্র চন্দ্র কর, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমেন জুয়েল, পূর্বধলা থানার সাব ইন্সপেক্টর সুলতান আহমেদ প্রমুখ।
উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন তার বক্তব্যে লকডাউন বাস্তবায়নে প্রয়োজনে উপজেলা প্রশাসনকে স্বেচ্ছাসেবী দিয়ে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।
লকডাউন বাস্তবায়নে উপজেলার প্রতিটি ইউনিয়নে ব্যাপকভাবে মাইকিং, বাজার মনিটরিং ও মোবাইল কোড, প্রশাসনিক তৎপরতা অব্যাহত থাকবে।