পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতাঃ
করোনাভাইরাসের প্রাদুর্ভাব থেকে চিকিৎসকদের সুরক্ষা দিতে নেত্রকোনার পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পার্সোনাল প্রটেকশন ইকুইপমেন্ট (পিপিই) মাস্ক, সার্জিক্যাল মাস্ক, গগলস, ফেস শিল্ড ও হেড কাভারসহ সুরক্ষা সরঞ্জাম প্রদান করেছে এনআরবি কমার্শিয়াল ব্যাংক।
আজ রবিবার (১৭মে) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ইউএনও উম্মে কুলসুম ও হাসপাতাল কর্তৃপক্ষের কাছে এসব সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেন এনআরবিসি ব্যাংক কর্তৃপক্ষ।
এ সময় ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন Nahidur Rahman, First Assistant Vice President and Head of Purbadhala Branch, NRB Commercial Bank।
অপর দিকে জেলা প্রশাসক নেত্রকোনা, পুলিশ সুপার নেত্রকোনা ও অফিসার ইন-চার্জ (ওসি) পূর্বধলাকেও এসব সুরক্ষা সরঞ্জাম প্রদান করেন এনআরবিসি ব্যাংক কর্তৃপক্ষ।
চরম এই সংকটকালীন মুহুর্তে প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জাম সরবারহ করে চিকিৎসকসহ প্রশাসনের পাশে দাঁড়ানোয় সুরক্ষা সরঞ্জাম প্রাপ্ত ব্যক্তিরা এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড পরিবার ও এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান তমাল পারভেজকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।