স্টাফ রিপোর্টার ঃ লাল ভালোবাসার স্রোতে সবাইকে ভাসিয়ে নেয়া সবার দ্বারা সম্ভব হয় না। কারো কারো পক্ষে তা সম্ভব হয়। যারা মানুষকে ভালোবাসেন, দেশকে নিয়ে ভাবেন। বিপদে পড়া মানুষের কাছে ছুটে যান, যাদের এক ব্যাগ লাল ভালোবাসায় অস্থির, দূর্বল, বিপদাপন্ন মূমুর্ষু রোগীর স্বজন কৃতজ্ঞচিত্তে অশ্রুসিক্ত নয়নে ধন্যবাদ জানান, অনেকের পক্ষে লাল ফোঁটা দেয়ার পর ধন্যবাদ পাওয়ার সুযোগ হয় না, তাদের পক্ষেই সম্ভব হয় লাল ভালোবাসার স্রোতে মানুষকে ভাসিয়ে নিতে। ঠিক তেমনি ময়মনসিংহের তারুণ্যময় মহানগর ছাত্রলীগ কর্মীরা দেশের এই করোনা মহামারীতে লাল ভালোবাসা দিতে আজ ১৬ মে কাচারিঘাটে আয়োজন করেন রক্তদান কর্মসূচী।
রক্ত দিন জীবন বাচাঁন, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য মূলসুরকে নিজের মধ্যে ধারণ করে দেশের মহামারি করোনা পরিস্থিতিতে হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের প্রয়োজনীয় রক্ত সংকট লাঘবের জন্য ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু দিকনির্দেশনায় ময়মনসিংহ শহর ছাএলীগের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন আরিফ এর সহযোগিতায় ময়মনসিংহ মহানগর ছাএলীগের পক্ষ থেকে এ আয়োজন করা হয়।
রক্তদান কর্মসূচীর শুভ উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু। এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ তারেক হায়দারসহ ছাত্রলীগের অন্যান্য কর্মীবৃন্দ।
মহানগর ছাত্রলীগের কর্মীরা বিভিন্ন রক্তের গ্রুপের আনুমানিক ৫০ ব্যাগ রক্ত দান করেন। এতে করে হাসপাতালগুলোতে কিছুটা হলেও রক্তের অভাব লাঘব হবে বলে মনে করেন আয়োজকবৃন্দ। তাঁরা সবাইকে লাল ভালোবাসা দেয়ার আহবান জানান।
উক্ত অনুষ্ঠানে আয়োজক হিসেবে ছিলেন ময়মনসিংহ মহানগর ছাএলীগ নেতা ফরহাদ হোসেন রানা ও এস এম নাসির উদ্দিন হীরা।