পূর্বময় ডেস্কঃ ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় আজ ১৬ মে শনিবার ১৫ জন বিভিন্ন শ্রেণির প্রতিবন্ধীগণের মধ্যে হুইল চেয়ার, সাদা ছড়ি এবং ঈদের খাবার উপহার সামগ্রী প্রদান করে Association for Rehabilitation of Autism & Disable -ARAD
মুক্তাগাছা উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে অনুষ্ঠিত সহায়ক সামগ্রী বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তাগাছা উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা সরকার, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অটিজম ও প্রতিবন্ধী পুনর্বাসন সংস্থার সম্মানিত উপদেষ্টা এস এম এমরান সোহেল, অডিটর সুপার, ডিভিশনাল কন্ট্রোলার অব অডিট এন্ড ফাইন্যান্স, দাতা সদস্য শাহিন সরকারসহ অনেকেই। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অটিজম ও প্রতিবন্ধী পুনর্বাসন সংস্থার সাধারন সম্পাদক অ্যাড. মতিউর রহমান ফয়সাল।
তথ্য সংগ্রহ, আয়োজন ও বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন জান্নাতুল নাঈম চঞ্চল, উপজেলা সমন্বয়ক বিডি ক্লিন মুক্তাগাছা এবং স্কাউটার রফিকুল ইসলাম ওপেন স্কাউট গ্রুপ।
অটিস্টিক এবং প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে সহযোগি হিসেবে কাজ করছে সংগঠনটি। ইতিমধ্যে ময়মনসিংহ জেলার ৫ টি উপজেলায় কাজ করেছে।