ঈদ মানে খুশি। ঈদ মানেই আনন্দ। এটা মুসলিম উম্মাহর জন্য ধর্মীয় রীতি। এ সময় বৈষম্য ভুলে সবাই মিলিত হয় মানবতার কাতারে। ঈদকে সামনে রেখে মুসলিম অধুষ্যিত দেশগুলো বাণিজ্যকভাবে একধাপ এগিয়ে যায়। এর আনন্দ উপভোগ করে ধনী-গরিব মিলে সবাই। তবে জানি না এবারের করোনাবেষ্টিত ঈদ মানুষের ভাগ্যে কী রেখেছেন।
কিন্তু আফসোসের বাণী বৈশ্বিক করোনা নামের অদৃশ্য শত্রু যখন আঘাত হেনেছে তখন আনন্দ মানেই বিষাদের অতৃপ্তি সাদ। যে আনন্দ না পাওয়া সন্তান এবার বাবাকে কাঁদাবে। সন্তান ও পরিবার কাঁদবে হয়তো অপ্রাপ্তির বেশ ধরে। তবুও কিছু পরিবার হয়তো এ নিয়তি মেনেই শুধু বেঁচে থাকার সামান্য স্বস্তি খু্ঁজছেন।
সবাইকে জানাই
ঈদ মোবারক
মোঃ মুজাম্মেল হুসাইন হাচিব
ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধি
দৈনিক পূর্বময় ডটকম।
Daily purbomoy.com