পূর্বময় ডেষ্কঃ ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে এডভোকেট তারেক স্মৃতি মিলনায়তনে আজ ১৬ই মে, শনিবার করোনা দুর্যোগে ক্ষতিগ্রস্থ অসহায় পরিবারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার শিশু খাদ্য বিতরণ করা হয়।
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু সভাপতিত্বে এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, এমপি। সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা রাজীব কুমার সরকারের সঞ্চালনে এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কাউন্সিলরবৃন্দ এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ।
বিতরণ অনুষ্ঠানে সামাজিক দুরত্ব রক্ষা করে ২৫০ অসহায় পরিবারের মাঝে শিশুখাদ্য বিতরণ করা হয় এবং অনুষ্ঠান পরবর্তীতে আরো ২৫০ পরিবারের মাঝে শিশু খাদ্য পৌছে দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়। উল্লেখ্য, শিশুখাদ্যের প্রতিটি প্যাকেটে প্যাকেটে ছিল চাল, ডাল, দুধ, সেমাই, সুজি ও চিনি।
শিশু খাদ্য বিতরণ অনুষ্ঠানে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী প্রধান অতিথির বক্তব্যে করোনা দুর্যোগ মোকাবেলায় সিটি মেয়র মোঃ ইকরামুল হক টিটুর আন্তরিকতা, দক্ষতা ও সুযোগ্য নেতৃত্বের প্রশংসা করেন। এছাড়া তিনি সবাইকে ঘরে থাকতে, সামাজিক দুরত্ব মেনে চলতে এবং সবাইকে নিরাপদে থাকার আহবান জানান।
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র তার বক্তব্যে তাঁর এবং সিটি কর্পোরেশন গৃহিত নানাবিধ কর্মসূচীর কথা তুলে ধরেন এবং করোনা দুর্যোগে মোকাবেলায় সবাইকে এগিয়ে আসার আহবান জানান। তিনি বলেন, ‘এই ঈদে যদি কারো একজোড়া নতুন জুতা কেনার ইচ্ছা থাকে তবে এখন না কিনে ঐ টাকা দিয়ে মানুষের পাশে দাঁড়ান।’ এছাড়া তিনি তাঁর বক্তব্যে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্ব এবং তাঁর গৃহিত পদক্ষেপ সমূহের প্রশংসা করেন।