কে. এম. সাখাওয়াত হোসেন : কিশোরী গৃহকর্মী মারুফাকে ধর্ষণের পর হত্যাকারীর ফাঁসীর দাবিতে হত্যাকারীর নিজ ইউনিয়নে মানববন্ধন পালন করা হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় নেত্রকোনার বারহাট্টা উপজেলায় হত্যাকারী চেয়ারম্যানের নিজের সিংধা ইউনিয়নের আলোকদিয়া ব্রিজের পাশেই এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
ঘন্টাকাল ব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন যুবলীগ নেতা সুসেন, সাবেক যুবলীগ নেতা জনি খান রাসেল, ছাত্রনেতা ইলিয়াস আহমেদ, আরমান হোসেন বাক্কী, সাবেক সংরক্ষিত মহিলা মেম্বার সন্ধ্যারানী রায় প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, হত্যাকারী সিংধা ইউপির চেয়ারম্যান শাহ মাহবুব মোর্শেদ কাঞ্চনের ফাঁসির দাবি এবং সেইসাথে জেলা আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদকের পথ থেকেও বহিষ্কারের দাবি জানান তারা।
গত শনিবার (৯ মে) বিকালে বারহাট্টার সিংধা ইউনিয়নের চেয়ারম্যান শাহ মাহবুব মোর্শেদ কাঞ্চনের মোহনগঞ্জের বাসায় রহস্যজনক মৃত্যু হয় গৃহকর্মী মারুফা আক্তারের। পরে লাশ ময়না তদন্তেরর জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়। এ বিষয়ে সোমবার (১১ মে) মারুফার মা আকলিমা আক্তার থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে চেয়ারম্যানকে ওইদিন সন্ধ্যাায় আটক করে পরের দিন মঙ্গলবার (১২ মে) দুপুরে আদালতে পাঠায় পুলিশ।
পরে তিনি বৃহস্পতিবার (১৪ মে) জামিনে বের হয়ে আসেন। এ ঘটনায় এর আগে চেয়ারম্যানের শাস্তির দাবি করে কলমাকান্দা ও বারহাট্টা উপজেলায় মানববন্ধব পালিত হয়েছে এবং পুরো জেলা জুড়েই বিক্ষোভ অব্যাহত আছে।