পূর্বময় ডেস্কঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নূরুল্লাগঞ্জ ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ব্যাপারে থানায় মৌখিক অভিযোগ করেছেন ওই তরুণীর মা। বর্তমানে ওই যুবক আত্মগোপনে রয়েছে।
ওই তরুণীর মায়ের মৌখিক অভিযোগ সূত্রে জানা গেছে, এক সপ্তাহ আগে তার মেয়ের নগ্ন ছবি একই এলাকার বখাটে সবুজ শেখ (২৪) এলাকার তরুণদের মুঠোফোনে ছড়িয়ে দেয়। এর দুই দিন পর সবুজ সে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ ইন্টারনেটে ছড়িয়ে দেয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নূরুল্লাগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মীর আশরাফ আলী বলেন, গত তিন মাস আগে ওই তরুণীর বিয়ে হয়েছে। নেটে নগ্ন এ ছবি প্রচার হওয়ায় তার বিয়ে ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান বলেন, ওই তরুণীর মায়ের মৌখিত অভিযোগের ভিত্তিতে সবুজ শেখকে গ্রেফতারের জন্য একাধিকবার অভিযান চালানো হয়েছে। তবে সবুজ শেখ আত্মগোপন করায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
তিনি বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ দেয়ার জন্য ওই তরুণীর মাকে পরামর্শ দেয়া হয়েছে।