কলমাকান্দায় জমির বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১১

Date:

Share post:

কে. এম. সাখাওয়াত হোসেন :  নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে উভয় পক্ষে ১১ জন আহত হয়েছেন। শনিবার সকাল ৬ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বিশরপাশা কালি মন্দিরের পাশে এ ঘটনা ঘটে। উভয়পক্ষ একে অপরকে হামলা করেছে বলে দাবি তাদের। পুলিশ বলছে খাস জমি উভয়পক্ষের সংঘর্ষ।

আহতদের মধ্যে ৭ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন বাকি ৪ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

বিশরপাশা নানীয়া এলাকার লোকজন বলেন, ওই গ্রামের প্রাণতোষ সাহার সাথে একই এলাকার সঞ্চিত সাহা মরু’র জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। তা নিয়ে এ ঘটনা ঘটেছে।

প্রাণতোষ সাহার ছেলে গণেশ সাহা বলেন, জমির মালিকানা দাবি করে শনিবার সকালে সঞ্চিত সাহা মরু ও তার লোকজন ওই জায়গায় ঘর তৈরীর কাজ শুরু করে। এসময় ওই জায়গার দখলে থাকা আমার বাবা প্রাণতোষ সাহাসহ অন্য মালিক রুস্তম আলী, মোস্তাক মিয়া, আরতী সাহা ও নির্মলা সাহা এতে বাঁধা দিলে সঞ্চিত সাহার লোকজন আমার বাবাকে মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। তাছাড়া জমির দখলকৃত অন্য মালিক রুস্তম মিয়াকে সাবল দিয়ে হাতে আঘাত করে জখমসহ মোস্তাক মিয়া, আরতী সাহা ও নির্মলা সাহার উপর বেধরক মারপিট করে ওই সন্ত্রাসীরা।

এ ব্যাপারে সঞ্চিত সাহা মরু বলেন, আমার দলিল মূলে ৩ একর ক্রয়কৃত দখলে থাকা জায়গায় চাপড়া ঘর ছিল। সকালে প্রাণতোষ সাহার লোকজন পরিকল্পিতভাবে হামালা চালায়। এতে দু’পক্ষে সংঘর্ষ বাঁধলে আমি এবং জয়ারানী সাহা (৬০), সিবানী রানী সাহা (৫০) নারী সহ সাতজনকে গুরুতর আহত করে।

এব্যপারে কলমাকান্দা থানার ওসি (তদন্ত) মো. সিরাজুল ইসলাম খান বলেন, মুলতঃ খাস জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষ। দুই পক্ষই অভিযোগ দিয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

মদনে ভিজিডি কার্ডধারীদের কাছ থেকে অর্থ নেয়ার অভিযোগ সিন্ডিকেটের বিরুদ্ধে

কে. এম. সাখাওয়াত হোসেন: নেত্রকোণা মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নে (ইউপি) ২৭০ জন দুস্থমাতা (ভিজিডি) কার্ডধারীদের কাছ থেকে প্রতি...

দেশের সংবিধানকে টেনে ছুড়ে আ.লীগের গঠনতন্ত্রে পরিনত করেছিল-কায়সার কামাল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আইন বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার কায়সার কামাল বলেছেন, ‘আওয়ামী লীগ সরকার দেশে গণতন্ত্র হত্যা...

পূর্বধলায় বাড়ি ঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ

পূর্বধলা প্রতিনিধিঃগত ৬ই সেপ্টেম্বর নেত্রকোনার পূর্বধলা উপজেলার হোগলা ইউনিয়নের শিবপুর গ্রামের মৃত আঃ মন্নাফের ছেলে মোঃ রফিকুল ইসলাম'র...

কলমাকান্দায় প্রকৃতি সুরক্ষায় সবুজ সংহতি গঠন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় প্রকৃতি ও পরিবেশ সুরক্ষায় সবুজ সংহতি (গ্রিন কোয়ালিশন) গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১২...