কে. এম. সাখাওয়াত হোসেন : নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে উভয় পক্ষে ১১ জন আহত হয়েছেন। শনিবার সকাল ৬ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বিশরপাশা কালি মন্দিরের পাশে এ ঘটনা ঘটে। উভয়পক্ষ একে অপরকে হামলা করেছে বলে দাবি তাদের। পুলিশ বলছে খাস জমি উভয়পক্ষের সংঘর্ষ।
আহতদের মধ্যে ৭ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন বাকি ৪ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।
বিশরপাশা নানীয়া এলাকার লোকজন বলেন, ওই গ্রামের প্রাণতোষ সাহার সাথে একই এলাকার সঞ্চিত সাহা মরু’র জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। তা নিয়ে এ ঘটনা ঘটেছে।
প্রাণতোষ সাহার ছেলে গণেশ সাহা বলেন, জমির মালিকানা দাবি করে শনিবার সকালে সঞ্চিত সাহা মরু ও তার লোকজন ওই জায়গায় ঘর তৈরীর কাজ শুরু করে। এসময় ওই জায়গার দখলে থাকা আমার বাবা প্রাণতোষ সাহাসহ অন্য মালিক রুস্তম আলী, মোস্তাক মিয়া, আরতী সাহা ও নির্মলা সাহা এতে বাঁধা দিলে সঞ্চিত সাহার লোকজন আমার বাবাকে মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। তাছাড়া জমির দখলকৃত অন্য মালিক রুস্তম মিয়াকে সাবল দিয়ে হাতে আঘাত করে জখমসহ মোস্তাক মিয়া, আরতী সাহা ও নির্মলা সাহার উপর বেধরক মারপিট করে ওই সন্ত্রাসীরা।
এ ব্যাপারে সঞ্চিত সাহা মরু বলেন, আমার দলিল মূলে ৩ একর ক্রয়কৃত দখলে থাকা জায়গায় চাপড়া ঘর ছিল। সকালে প্রাণতোষ সাহার লোকজন পরিকল্পিতভাবে হামালা চালায়। এতে দু’পক্ষে সংঘর্ষ বাঁধলে আমি এবং জয়ারানী সাহা (৬০), সিবানী রানী সাহা (৫০) নারী সহ সাতজনকে গুরুতর আহত করে।
এব্যপারে কলমাকান্দা থানার ওসি (তদন্ত) মো. সিরাজুল ইসলাম খান বলেন, মুলতঃ খাস জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষ। দুই পক্ষই অভিযোগ দিয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।