স্টাফ রিপোর্টার: আজ (১৫ইমে) ময়মনসিংহ জেলা ও মহানগর বিএনপির উদ্যেগে জেলা বিএনপি কার্যালয় থেকে নগরে কর্মহীন মানুষদের ৫শত প্যাকেট খাদ্য বিতরন করা হয়। এছাড়াও প্রতিদিনের মত বিকেলে দরিদ্র রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরন করা হয়।
অন্য একটি সুত্র জানায় আরো ৫শত প্যাকেট ত্রান সামগ্রী বিভিন্ন ইউনিয়নের দরিদ্রদেও মাঝে বিতরন করা হয়।
ত্রান বিতরনকালে উপস্থিত ছিলেন, ডা: জাহিদ,ডা: লিটন,আবু ওয়াহাব আকন্দ,আলমগীর মাহমুদ আলম,ফখরুদ্দিন আহমেদ বাচ্চু,কায়োকাবাদ মামুন,আখতারুল আলম ফারুক, ডা: আবুল হোসেন,লিটন আকন্দ, মাহবুবুর রহমান,হেলাল আহমেদ সহ বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। উল্লেখ্য জেলা বিএনপি কার্যালয় থেকে প্রতিদিনই দরিদ্র রোজাদারদের ইফতার বিতরন করা হয়।