স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহ আকুয়া মোড়লপাড়ার চাঞ্চল্যকর অয়ন হত্যা মামলায় হৃদয়, মেহেদী ও মোয়াজ নামে তিন আসামীকে শহরের বিভিন্ন এলাকা থেকে আজ ১৫ মে গ্রেফতার করেছে র্যাব-১৪।
উল্লেখ্য, গতকাল ১৪ মে রাত আনুমানিক ৮.০০ টায় ময়মনসিংহ নগরীর আকুয়া এলাকায় মোবাইল ফোনে লুডু খেলার টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে অয়ন আহমেদ (২০) নামে এক তরুণকে ছুড়িকাঘাতে হত্যা করা হয়েছিল।