স্টাফ রিপোর্টার ঃ অজিত শুধু একজন ছেলের নাম নয়। মানবিকতা আর ভালোবাসার নাম অজিত। অজিত গত কয়েকবছর যাবত রমজান এলেই মুসলিম ধর্মাবলম্বী অসহায় মানুষের পাশে এসে তাঁদের নিজের পরিবারের সহায়তায় রান্না করে ইফতার করায়।
না,শুধুমাত্র রমজানের অপেক্ষায়ও সে বসে থাকে না। নিজের অল্প অল্প করে জমানো টাকা থেকে যখন যেভাবে পারে অসহায় মানুষদের সেবা করে। দেশের এই করোনা মহামারীতেও থেমে নেই তাঁর সহযোগিতামূলক কাজ।
গতকাল ১৫ মে, ২০২০ সে নিজের পরিবারের সহায়তায় রান্না করা খাবার ময়মনসিংহ রেল স্টেশনে ৩৮০ জন ছিন্নমূল মানুষের হাতে ইফতার তুলে দেয়। ভিন্ন ধর্মের হয়েও সে ভালোবাসা ও মানবিক হয়ে কাজ করে যাচ্ছে।
অজিত জানায়, যখন সে দরিদ্র মানুষের কষ্টের কথা শুনে তখন তাঁর নিজের চোখে জল চলে আসে। সে নিজেকে ধরে রাখতে পারে না,ছুটে যায় সেসব অসহায় মানুষদের পাশে। দরিদ্র মানুষের মুখে যখন হাসি ফুটে তখন অজিতও হাসে।
কোন কিছু পাওয়ার আশায় অজিত সহযোগিতা করে না। করে ভালোবাসা থেকে। মানুষের প্রতি মানুষের ভালোবাসা, দয়া, মায়া, মমতা, দায়বদ্ধতা, বিবেক থেকে যা সমাজের অনেক মানুষদের সামর্থ্য থাকা স্বত্তেও করে না।
একটা অজিত হাজারো অজিতকে শিক্ষা দেয়। ধর্মে ধর্মে বাড়াবাড়ি নয়। মানবতাই প্রকৃত ধর্ম। জীবে দয়া করে যেজন,সেজন সেবিছে ঈশ্বর। সৃষ্টিকর্তার সৃষ্টির সেবা করলে সৃষ্টিকর্তার সেবা হয়। তাই সে মানুষের সেবার পাশাপাশি অন্যান্য প্রাণীদেরও সেবা করে থাকে।
তার এই কাজে অংশগ্রহন করে তাঁকে সহযোগিতা করে কিছু মানবিক মানুষ। তাঁদের মধ্যে গতকাল খাদ্য বিতরণে উপস্থিত ছিলেন ময়মনসিংহের অনসাম্বল থিয়েটারের সভাপতি আবুল মনসুর, সাংবাদিক বাবলী আকন্দ, রংধনুর রং এর সমন্বয়ক এম জে রুমেল প্রলয়, মডার্ন ডান্স এর অনিক বনিক, রবিন, ফ্রেন্ডস মাল্টিমিডিয়ার মিনহাজ, নাট্যকার সুজয় বসাক সহ আরো অনেকেই।