স্টাফ রিপোর্টার:বৈশ্বিক মহামারী কালীন সংকটে ময়মনসিংহ জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক স্বপ্না খন্দকার ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী প্রদেয় খাদ্য উপহার ও ব্যক্তিগত উদ্যোগে করোনাসংকটের শুরু থেকে এযাবতকালে ২০০০(দুই হাজার) প্যাকেট খাদ্য উপহার বিতরণ করছেন।এর পাশাপাশি পবিত্র রমজান মাসে প্রতিদিনই ইফতার সামগ্রী বিতরণ করার পাশাপাশি কর্মহীন মধ্যবিত্তদেরকে নগদ টাকা সহ শাকসব্জিও প্রদান করছেন।তারই ধারাবাহিকতায় গতকাল ১৪-০৫-২০২০ রাতে ময়মনসিংহ সিটি করপোরেশনের আওতাধীন ১৩,১৪ ও ১৫ নং ওয়ার্ড এলাকার কপিক্ষেত,খুরিয়াপাড়া সহ বিভিন্ন এলাকায় আকস্মিক কর্মহীন সাময়িক অভাবগ্রস্ত পরিবারগুলোর মাঝে মাননীয় প্রধানমন্ত্রী মাদার অফ হিউম্যানিটি জননেত্রী শেখ হাসিনার খাদ্য উপহার (ময়মনসিংহের সুযোগ্য ডিসি মহোদয়ের মাধ্যমে প্রাপ্ত) সুষমভাবে বন্টন করেন এবং আজ ১৫-০৫-২০২০ শুক্রবার ইফতারের পূর্বমুহূর্তে চড়পাড়াস্থ নিজ বাসার সন্মুখে সামাজিক দূরত্ব বজায় রেখে ইফতার সামগ্রী বিতরণ করেন।
ময়মনসিংহ জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক স্বপ্না খন্দকার বলেন,খাদ্য উপহারপ্রাপ্ত সাময়িক বিপদগ্রস্ত পরিবারগুলোর চোখেমুখে খুশির ছাপ দেখে মনটা পুলকিত হলো।তারা জাতির পিতার সুযোগ্যকন্যা মাননীয় প্রধানমন্ত্রীর জন্য পবিত্র রমযান মাসে দু’হাত তুলে মহান আল্লাহ্ তায়ালার দরবারে দোয়া করেছেন।
তিনি আরো বলেন,পবিত্র রমযান মাসের উছিলায় আমরা যেনো অদৃশ্য দানব করোনা ভাইরাসের প্রভাবমুক্ত হতে পারি সেই কামনাই করি মহান আল্লাহ্ তায়ালার নিকট।