কে. এম .সাখাওয়াত হোসেন : নেত্রকোনার মদন উপজেলায় মারা যাওয়া ফুলতারা বেগম (৬০) নামের বৃদ্ধা করোনায় আক্রান্ত ছিলেন। গত ৯ মে তিনি করোনা উপস্বর্গ নিয়ে বাড়িতে আসলে ১০ মে মারা যান। এই খবরে উপজেলা স্বাস্থ্য কর্মীরা মৃতের নমুনা সংগ্রহের পর গত ১৪ মে রিপোর্ট আসে পজেটিভ।
বৃহস্পতিবার রাতে জেলা সিভিল সার্জনের অফিসিয়াল ফেইসবুক পেইজে এই তথ্য নিশ্চিত হওয়া যায়।
মৃত ফুলতারা মদন উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের বারগরিয়া বড়পাড়া গ্রামের মৃত তাজেল মিয়ার স্ত্রী। তিনি নারায়ণগঞ্জে পোশাককর্মী মেয়ের বাড়িতে থাকতেন। সেখান থেকে গত ৯ মে তিনি নিজ বাড়ি গোবিন্দশ্রীতে আসলে ১০ মে রবিবার সকাল ৬টায় মৃত্যু হয়।
করোনা উপসর্গ নিয়ে মৃত্যুর সংবাদের প্রেক্ষিতে মদন উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিএইচসিপি মনিরুল হক মাখন তার নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ১৪ মে বৃহস্পতিবার সন্ধ্যায় ফলাফলে ফুলতারার রিপোর্ট কোভিড প্রজেটিভ আসে।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফখরুল হাসান চৌধুরী টিপু জানান, মৃত ফুলতারার বাড়ি ১০ মে লকডাউন করা হয়েছিল। করোনা প্রজেটিভ আসার সংবাদে স্বাস্থ্য টিম এখনো গোবিন্দশ্রীতে রয়েছে।
এ পর্যন্ত উপজেলায় শনাক্তকৃত সর্বমোট ৮ জন। এখন পর্যন্ত সুস্থ হয়ে নেগেটিভ হয়েছেন ৩ জন।
এছাড়া জেলায় ১৪ মে পর্যন্ত সর্বমোট ৯৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
এদিকে গত ৮ মে মোহনগঞ্জেও একজন মৃত ব্যাক্তির পরীক্ষায় করোনা পজেটিভ পাওয়া যায়। এ নিয়ে জেলায় সরকারি হিসেবমতে করোনায় দুজনের মৃত্যু হয়েছে।