মোঃ মুজাম্মেল হুসাইন (হাচিব) ফরিদগঞ্জ প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে গত ২৬ মার্চ থেকে অন্যান্য জেলার মতো চাঁদপুর জেলায়ও লকডাউন ঘোষণা করে জেলা প্রশাসক মাজেদুর রহমান খান, সেই নির্দেশনা মতে ফরিদগঞ্জ উপজেলা প্রশাসন নির্দেশ দিয়ে যাচ্ছেন বারবার।
দেশের অর্থনীতি এবং ঈদ কেনাকাটা দিক বিবেচনা করে গত ১০ মে থেকে লকডাউনের নিয়ম নীতি কিছুটা স্থিতিশীল করা হয়,
কিন্তু চাঁদপুর জেলায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ভেড়ে যাওয়ায় ১০শে মে থেকে পূর্ণাঙ্গ লকডাউন ঘোষণা করা হয় আরেক ধাপে, কিন্তু কিছু ব্যবসায়ী দেশের এই পরিস্থিতির কথা চিন্তা না করে তাদের ব্যবসা প্রতিষ্ঠান খুলে বসে, এই দিকে দিন রাত ফরিদগঞ্জ উপজেলা প্রশাসন লকডাউন মানার জন্য প্রচেষ্টা চালাচ্ছেন।
সম্মানিত জেলা প্রশাসক এর নির্দেশে লকডাউন না মানায় ও সামাজিক দূরত্ব বজায় না রাখায় আজ ফরিদগ্জ বাজার ও গৃদকালিন্দিয়া বাজারে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৮টি মামলায় ২৯০০০ টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে মোবাইল কোর্ট এর এ অভিযান অব্যাহত থাকবে।
সবাইকে করোনা মহামারী প্রতিরোধে জেলা প্রশাসক কর্তৃক ঘোষিত নির্দেশনা মেনে চলার আহ্বান জানাচ্ছি।