পূর্বধলা প্রতিনিধিঃ
নেত্রকোনার পূর্বধলা উপজেলার হোগলা ইউনিয়নের যুবলীগের সভাপতি ও সাধুপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী গ্রন্থাগারিক শিক্ষক আশরাফ উদ্দিন মাস্টার (৪৫) মৃত্যু বরণ করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার দিবাগত রাত দশটার দিকে উপজেেলার কাঁঠালকুশি গ্রামে নিজ বাড়িতে হৃদপিণ্ডের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। জানা যায়, যুবলীগ নেতা আশরাফ উদ্দিন মাস্টার দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। রবিবার রাত দুইটায় নিজ বাড়ি কাঁঠালখুশিতে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।তিনি বাংলাদেশ শিক্ষক সমিতি পূর্বধলা উপজেলা শাখার সম্মানিত সদস্য ছিলেন।মৃত্যুকালে তিনি এক ছেলে দুই মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।