ক্রন্দনরত পৃথিবী
——–তাহসিনা ইসলাম ছোঁয়া
পৃথিবী!
তুমি কি কখনো কেঁদেছো এমন করে!
বেড়েই চলেছে মৃত্যুর মিছিল,
কাটছে ঘরবন্দী জীবন।
পৃথিবী!
তোমার এমন রূপ তো কখনো দেখিনি
বিশ্বযুদ্ধের কথা শুনেছি, শুনেছি ৭১’ এর কথা,
এতোদিন জেনে এসেছি,
যুদ্ধ মানেই অস্ত্রের ঝংকার,
রক্তগঙ্গা সে কি ভয়ংকর!
কিন্তু এটা কেমন যুদ্ধ?
নেই অস্ত্র,নেই রক্ত,
এ অগ্নিপরীক্ষায় আমরা আতংকিত।
পৃথিবী!
তোমার এমন ভয়ংকর রূপ-
কখনো তো দেখিনি
কখনো কি কেঁদেছো, এমন সমস্বরে?
কি এক অনুজীবে ভরে গেছে পৃথিবী,
পারছিনা যেতে মায়ের বুকে,
না পারছি বাঁধতে নিজেকে
বাবার বাহুডোরে।
পৃথিবী!
এ কোন সাজে সেজেছো তুমি!
মৃত্যু মিছিলে ডাক দিচ্ছো তুমি,
যোগ দিচ্ছে সন্তান,
ছিড়ে যাচ্ছে কলিজা
তাও রুখতে পারছে না কোনো মা
এ কোন মহালীলায় মেতেছো তুমি!
পৃথিবী!
তুমি আবার সতেজ হয়ে যাও,
নব সূর্যের দেখা দাও।
রবীন্দ্রনাথ!
তোমার কুঠিবাড়িতে গিয়ে এখনো সংগ্রহ করতে পারিনি রক্তজবা,
তোমার পরিপুষ্ট জ্ঞান এখনো লাভ করতে পারিনি।
জেগে উঠো পৃথিবী
জেগে উঠো মানবসভ্যতা!
আর কেঁদো না
তোমাকে এভাবে আর কোনোদিন কাঁদতে দেখিনি
পৃথিবী!
তুমি কি কখনো কেঁদেছো এমন করে?
আর কি কেঁদেছো??