কে. এম. সাখাওয়াত হোসেন : বিল থেকে ধান কেটে ধানের বোঝা বহন করে বাড়ি ফেরার পথে বজ্রপাতে এক কিশোর নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় কৈলাটী ইউনিয়নে পাই পুকরিয়া গ্রামে বজ্রপাতের ঘটনা ঘটে। নিহত কিশোর একই গ্রামের আদম আলীর ১৭ বছরের ছেলে রবিউল।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিউল তাদের বাড়ির সামনে দ্ইু শত গজ অদূরে ধান কাটতে যায়। বিকেলে কাটা ধানের বোঝা নিয়ে বাড়িতে ফেরার পথে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে রবিউল ঢলে পড়লে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। পরে স্থানীয় পল্লী চিকিৎসককে খবর দিলে রবিউলকে মৃত ঘোষনা করেন।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল ওহাব বজ্রপাতে রবিউলের মুত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।